বামনগোলা

বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা

 

পুজো আর মাত্র হাতে গোনা আর কয়দিন। তারপরে বাঙালী মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। তারই জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন মৃৎ শিল্পীরা। কিন্তু বৃষ্টির কারণে প্রতিমা শুকোতে কিছুটা হলেও সমস্যার মুখে পড়ছেন মৃৎ শিল্পীরা।

    পাকুয়াহাট এলাকার মৃৎশিল্পী নিখিল পাল জানান, পুজো আসতে হাতে মাত্র আর কয়দিন। তার মধ্যেই সম্পূর্ণ প্রতিমা ডেলিভারি করতে হবে। বৃষ্টির কারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। যদিও দিন রাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করতে। প্রতিমার বিভিন্ন সরঞ্জাম কিনতে কিছুটা দাম বাড়লেও কিনতে হচ্ছে তাদের। সকাল থেকে তাদের ব্যস্ততা দেখা গেছে বামনগোলার পাকুয়াহাট এলাকায়।